রাত শেষে দিন -
ল্যাম্প-পোস্টের নিবছে আলো পাড়ার পর পাড়া
ক্যালেন্ডারের পাতায় তারিখ ঢ্যারার পর ঢ্যারা ।
উঁচু গাছ ছড়ানো ডালপালা,
তারার আলো ছিন্ন বর্ণমালা ;
ভাঙা শীতে রবির কিরণ আশার ফোয়ারা ।
মোবাইলে -
রাগ বিলাবিল কবির গান শীতল ঝংকারে
ইনিয়ে বিনিয়ে সাজিয়ে কথা বিঁধবে অহংকারে ।
তুমি তো কিছুই বলো না,
বেলী ফুলে খোপা সাজাও না ;
মোবাইলে ঘন শ্বাস ভাসাও করুণ সুরে ।
খাপছাড়া সন্দেশ -
অভিমানী শীত, বাবলা বনে ধার শানালো ;
জবুথবু মন গুছিয়ে কষ্ট, বরফ জমালো ।
আশি লাখে সাদা পলা্শ,
বেতর গান হা-হুতাশ ;
সংকেত-নাদে উড়ো শেয়াল খবর ছড়ালো ।
খচখচে ভ্যাবলা –
হোঁচট খাওয়া শব্দগুলো গোঁঙানিতে কাঁপন…
রঙ-বেরঙের স্বপ্ন মাখা হারানো ঠিকানায় ;
গোধুলিবেলা তুলির ছোঁয়া নিরাশার রামধনু,
ভালবাসার বাদল মেঘ পশ্চিমী ঝঞ্ঝায় ।
বিয়াত্রিসের করুণ গাথা শঙ্খচিলের ক্রোড়ে
শান্তি-সুখের ভ্রান্ত প্রেম আর পাবে কি ফিরে??
Happy Valentines Day
উড়ো শেয়াল – কলাবাদুড়
বেতর - এলোমেলো।
বিয়াত্রিস - প্রতিদান হীন দান্তে প্রেম