দেখা হবে আমাদের ‘ওই জায়গায়”
যুৎসই নামে ভেজে ঠোঁট....... ।
গজে ওঠা বিলাসী উদ্দীপনা
“কেউ নয় একলা এখানে”(নতুন মলের নাম)।
তেঁতো কফি জিভে চেটে
ঊষ্ণতা হাওয়া সিঁড়ি বেয়ে ;
সাদাকালো ছাঁটা গোঁফ
প্রজাপতি ডানা ।
মৃদু হেসে চোখ তুলে চাওয়া -
ছোটো ফাঁকে ওষ্টাধর - দিয়েছে যে ডাক ।
ঠসঠসে ফাটা জমি, আগলিয়ে মধু
দখলের দাবী নিয়ে রবাহুত ফাগ ।
এলোমেলো সুখে যদি তরী বয় ধীরে
“কেউ নয় একলা এখানে” ।