মানসিক অংক কষা সংখ্যারা - দেওয়ালে ঝোলে
লিখে রাখা কাগজের পাতায় ;
তাল রেখে ছিঁড়ে ফেলা লুটপাট সংখ্যারা
অদ্ভূত আবেগে লুকোয় ।
মনে হলে এবার সময়
খাঁচার বন্ধ দ্বার খুলে দেয়, বলে
যাও পাখি দূরে উড়ে খোলা আকাশে ।
ভুলেও রেখো না মনে
চোখে দেখা জ্যামিতিক রেখা ।
কুটিল মায়াবী চোখ - দেখেছে সুনহেরি রাত
প্রেমের মধুর লয় গুঞ্জন ঘিরে ।
চাঁপা ডালে শুনেছিলে, শিষ ডাক তুমিও…
চেনা সুরে কাঁপা ঠোঁটে ফিরেছে সে ডাক হয়তো কখনো
তারের বেড়ার আড়ালে ।
আমার এক্স-রে চোখ দেখেছে তোমার শরীর
খণ্ড চাঁদ কিরণে রূপসী আভায় ।
ফিস-ফিস করে ডাকো আঙুল নাড়িয়ে
ছেঁড়া পাতা ক্যালেণ্ডার উড়লে হাওয়ায় ।
উড়ে যাওয়া পাখিটার ঠোঁটে ছিল হাসি
খণ্ড চাঁদে মায়াবী রা্ত্, বীভৎস উৎসবে
আমায় ন্যাংটো দেখে ।
অংকটা আবার শুরু
বসনের দর কষে নতুন বাজারে ।
**নতুন দিনের বাজারে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ।**