পাশেই হাঁটছিলে…
আমার বাঁ হাতের শান্তিকামী আঙুল
তোমার ডান হাতের আঙুল খাঁজের প্যাঁচে ;
প্রভাত রবির ঊষ্ণ আবেগ
নিমের ডালে - বাদামী কচি পাতায়
রাসলীলার ধাঁচে ।
ছটফটে বুড়ো আঙুল তোমার
করছে পরখ
পিয়ানো রীড ভেবে……
একের পর এক - যেমন ইচ্ছে তাই
অবহেলায় দিচ্ছ ঘষে চাপ ;
পুলকিত কম্পনে শিরা উপশিরা
আমার কোমল আঙুল ডগা……
ছন্দ মৃদু শীতল হাঁটার ধাপ ।
আদর ভরা বাহারি টব ছাদে
আলোছায়ায় ত্রয়োদশী-চাঁদ সাথে
দেখেছিলাম জড়িয়ে থাকা দোপাটি-জবার
উদ্বাহু এলোমেলো ডাল……
ফাঁক-ফোকরে লুটোপুটি পায়ের পাতায়
রূপোলি আলোর খেলা - নিবিড় ‘আন্তরিক’ ;
ভাসিয়ে খেয়া মোহাবিষ্ট নাবিক
তুলেছিল পাল ।
উপহার ভেবে ছিলাম খুশ
ঝিমিয়ে পড়া চাঁদ, দিগন্তের মরা আঁধারে ;
যদিও জানি নয় সে ঔদ্বাহিক ।
ওদাওদা একটাই সুর টিপে আঙুল ডগা
বাজালে তাই সেদিন
‘ভুলতে হবে’ ‘ভুলতে হবে’
উজান ঠেলে বাওয়া ;
আন্দোলিত মাতাল পাগল হাওয়া ।
তবুও ক্ষণিক আশা - মরিয়ম ফুল
এলো সময় এবার……
জলের ছিটে মনের মাঝে সতেজ!
আজ্ঞাবহ আবার ।
“মরিয়ম ফুল” - মরু অঞ্চলের ক্ষণজন্মা উদ্ভিদ
“ঔদ্বাহিক” – বিবাহসম্বন্ধীয়