নিজের মনকে নিজেই বোঝাতে চাই -
আমি আজ আধুনিক,
বিশেষ আধুনিক ;
‘মা’কে মনে করার নামে
‘মাদার্স ডে’ টনিক ।
ভুলেই গেছি লুকিয়ে ছিল বীজ ;
তোমার সুপ্ত মনের গুপ্ত কুটিরে ।
জাত প্রজাতি শেকড় ঘাসে,
ভাবনা অনায়াসে
অগোছালো ‘চোরকাঁটা ।
‘আমি’ সত্ত্বা শক্ত-পোক্ত খুঁটি
আমার পাশেই শয্যা পাতা
অপরিচিত ঘুঁটি......
অবহেলার ক্ষরিত উদ্যান
আলোকিত মনোহরক ঝুঁটি ।
পাঁচ পাতার বেগুনি রঙের ফুল ;
আমি জানি - তুমি
ইচ্ছে করেই করোনি সেই ভুল ।
অবুঝ লোকের অবগুণ্ঠন বিবেক
সব বস্ত্রে জড়িয়ে থাকা
সেই আমি ‘প্রেমকাঁটা’ ।
বাহারি ভড়ং...
না ছোঁয় স্নিগ্ধ চরণ ;
থাকুক তোলা তাকে
খামখেয়ালী সম্ভাষণে মঞ্চ, ঘুলঘুলি ।
দায় আমার নিত্যি বকবকম -
দাওয়ায় বসে পেতে চরণধুলি ।
ব্রহ্মাণ্ডে কেবল আমি, একা
মাগো, বার্তা খোলাখুলি ।