থাকলে দূরে রবির প্রভা – আমায়, তোমার চেনা …
কাছাকাছি তেজে তুমি, দূর প্রবাসী জন;
আলোকিত ধুনকেতু নিধুবাবুর টপ্পা -
কাশ ফুলে ফোঁটা শিশির অসম্ভবের ধাপ্পা ।
অধীর ক্ষণে উল্টো অঙ্কে - শূন্য নয় দেনা …
বেড়ে ওঠা ধানের চারা, জমা জলে গড়ন ।
তিথির ছলে হেরাফেরি, শশী লিপ্ত ভাস্করে
মাঝ দাহারে বোঁটায় বসে, ঝিল্লি দাপট ভবঘুরে ।
“ভূর্ভব স্বঃ তৎসর্বিতু ...” মোবাইলের রিং-টোনে -
ময়না বুলি – “কেষ্ট রাধা” মুখস্থ তাই না-জেনে ।
তিনটে থেকে পাঁচটা এবার, পাড়ার ঢাকে কাঠি;
জলসিঞ্চন পাড়ার দাদার বিচার খুঁটিনাটি ।
সিঙ্গুরে হা-শিল্প এবার ভাগ নদীতে লাজুক !
মমতাময়ী মায়ের আসন শক্তিধরের তালুক ।