কুঁড়ির গোলাপ রাস্তা হারায়
পঙ্গপালের আহ্লাদী হামলা -
পুতুল খেলা স্মৃতির পোড়া ছাই
গোয়াল ঘরে অরুচি গামলা ।
ভরা ডিঙি আজান শোনে
চোখের পাতা পোয়াতি কবুতর ;
বাতায়নে স্টিলের জালে
হালের নাবিক খোঁজে ধ্রুবতারা ।
জলা জমি হচ্ছে ভরাট
ঘন সবুজ মাঠ
উস্কোখুস্কো যুবক আনমনা ।
আশার ঝাঁপি কাঁপায় মাটি
প্রভাত ফেরীর দোলায়
হোগলা আড়াল
এক পায়েতে বক ।