আলসেমি একঘেয়েমি দিনের পর দিন
জাঁকিয়ে বসা দেবদারু পাইন - ‘কোভিড নাইন্টিন’ ।
হেঁয়ালি মশলা ভরা কিউব
সন্দেহ হেলিও(HELIO) না হু (WHO)    
মুরগী লড়াই -
বুদ্ধি বনাম মন
কঠিন অংক সমাধানে
জটিল লজিক বড়াই ।  

বোকা লোকদের মাপ না হওয়া পাপ ।    

জাহাজের ডেকে, সকাল বিকেল সাঁঝে
সফট হার্ড ড্রিঙ্ক - অলংকৃত লিঙ্ক ।
সিডিঊল কারুকাজে টু ডু নোট রুটিন
পারদ চড়া বোরিং.........
মন বিনিময় খেলা তিমির অতল মেলা ।  

নড়চড় আর নয়, আজ না হ’লে কাল
ইচ্ছে জলে ঝাঁপ ।  

দুর্বল শৈত্য সকাল শরত-শিউলি জুটি  
নিম্নচাপের সাজে আজ ত্রুটি ।

দেখা এবার করবোই করবো,
যতই তুমি ইডিয়ট বলো ।

NOTE: -
HELIO (HYDRO, EOLIEN, LUMIÈRE, ISOLATION, ORGANOMASSE):
public participation to allow energy users and civil society to be better informed
HYDRO  water power
EOLIEN  Wind power or wind energy
Lumière is French for 'light'.