শেষ বর্ষা হিমেল শরত অপেক্ষার সাঁঝ বেলা,
সাগর দিল ডাক ;
শান্ত শীতল উদাসী গঙ্গা
কুলুকুলু উচ্ছ্বাস ।
মাকড়সা-মন নাচলো হাওয়ার তালে
চিকচিকে রেশমী সুতোয় রামধনু রঙ আঁকে ।
সযত্নে গোটানো গল্প গুটি জাল-থলি
সোনালি জল ছিটিয়ে লেখা কথা খোলাখুলি ।
নাচ গান খোল করতাল নতুন সংকলন
এঁকেবেঁকে রাসায়নিক প্রসাদ বিতরণ ।
মোচ্ছবে আলোর ধাঁধা কুতুহলী চোখ -
মোহনায় অন্তরঙ্গ ঝাঁকড়া বনানী
ভাদুরিয়া ঝুমুর গান আসর ;
অনুদানে মিলন সুখ পুরুষ প্রজাতি,
উসকে রগড় ঘরকন্যে ঝিঁঝিপোকা ডাক -
আতিশয্যে পাঁজাকোলা
দেনা পাওনা কদর ।
ও পাড়ার ডাস্টবিনে জমা
এঁটো শালের পাতা ।
নখের আঁচড় ওড়ায় ধুলো সারমেয় রাগ......
মনে করায় সাথীদের ফরেজিং এর সময়
নাদুস নুদুস টমি, হানি পাড়ার পরিচয় ।
রোজানা সকাল বিকেল বাসি টুকরো রুটি
এগিয়ে গিয়ে পাতবে নিশান খুঁটি -
বাজিয়ে আসবে বাঁশী ।
জমে থাকা কাদা জল গড়িয়েছে গঙ্গায় -
রাজা, ভজা, কেলু - লম্বা জিভে
জুতো চেঁটে সায় ;
প্যান্ডেলে বাজে পুজোর কাঁসি ।
পাললিক শিলা ধাপ ক্রন্দসী খেলা
রাঙিয়ে নিয়ে আলতা বরণ পা ;
পদে পদে গর্ব আলাপন......
শিলা ভাসে, পূবের ফরাসে ।
Foraging – লুন্ঠন
টমি, হানি, রাজা, ভজা, কেলু – পাড়ার সারমেয়দের আদর ডাক