কালো মেঘ চারধারে, আলোয় ব্যাঘাত ।
আজ সেই সকাল এলো,
কথাগুলো হোক এলোমেলো ।
সেদিন নেমেছে সাঁঝ
নড়েচড়ে জানলার কাচে
ছায়াছায়া গাছ ;
ইচ্ছেটা ট্যাঁকে গোজা অতীত……
অনাবিল আনন্দ লাজ ।
কোমল হাতের তালু, নিম্নচাপে
তেওড়ায় কাঁপে ঊষ্ণ ত্বক ;
পূবালি বাতাস ছোঁয় পশ্চিমি ঝড়......
ছোট ঢেউ ইছামতি করেছে খেলা ।
আফিমের ঝিমমারা ঘুম,
ফাঁক গলে সীমানার কাঁটা তার -
আমার হাতের তালু
তোমার কবলে,
স্নায়ুতারে ধড়ফড় বাজালো বীনা ।
মেরেকেটে যুগিয়ে সাহস,
ইথারের কালোমেঘ পরশে টাওয়ার ।
ভালবাসা ভেজা লাজ
কাগজ নৌকা ।
তেওড়া – তবলার তাল