চাই যে ভালবাসতে তোমায়
আকাশ-পাহাড়-নদী,
যেদিন থেকে তোমার আলো
আমার চোখের তারায়……
বন্ধু হতে চেয়েছিলাম, আদর ছিল অনেক -
আমার তালে, বাঁধলে পায়ে ঘুঙুর
বেঁকিয়ে ঠোঁট হাসলে
কনকচাঁপা সকাল লালসায় ।
এলো ঝড়, নামলো ধস, ভাসালে স্বপ্ন
চেয়েছিলাম থাকো তুমি কাছে ;
যে সময়টা হবার ছিল তোমার আমার একার……
অন্য তারার আকাশ মাটি দেখে
এমন পেলে ভয়, ছাড়তে আমায়
থাকলো না সংশয় ।
জোনাক আলোয় - সাদা পাতায়
ঝিলিক কূটাভাস
স্পষ্ট সীমা ঠাহর ছিল না ।
এখন নাহয় রাতগুলো সব
নিয়ম নীতি ভুলুক
রসিক যেজন চিহ্ণ রাখে লাজুক ।
ভালবাসার আর এক খতিয়ান
কালাচাঁদে চেনা ;
কুঞ্জবনে ঝোপে ঝাড়ে কচি পাতায় দেনা ।
আকাশ-নদী-পাহাড় খাদে
কুটিল মন্ত্রণা……
বলবে কি - ভালবাসলে কী না ।