কতরাত আচমকা পাশে......
ইমনভূপালি রাগ বাঁশের বাঁশি ;
তারাদের ঝিলিমিলি সুখ,
হারিয়ে সখেদ সালিশী -
রবিকর দিব্যি মহাকাশে ।
মাঝে নদী আবেগে আহ্লাদ,
তরী ভোলে তীরের ঠিকানা ।
তুলে হাল উলুধ্বনি সাথ
মন্দিরে প্রভাতী করতাল -
ভ্রমি পথ এ-গলি সে-গলি
বোবা মন গায় সেই কলি ।
না দেখার বিরূপ অবকাশ
তিতিক্ষা পল্লবিত শ্বাস ।