মনের কথা গুছিয়ে কই বোঝাতে নেই রেহাই,
সাপ নেউলের অসম ভাষা দমদার তেহাই ।
মিল রেখে শব্দগতি ক্রিয়ার পিঠে ক্রিয়া
প্রেম প্রহসন বংশীবাদন ছলাকলায় স্পৃহা ।
(চলতে পারে বললে ‘কবিতা’)
শ্রাবণ ধারায় হঠাত সকাল ! বর্ষাতি চাই ;
নগরপ্রান্তে স্বপ্নে দেখা অজানা গ্রাম,
দেশ কালের গোল ভূগোলে হিমালয়ের পাগল ঝর্ণা
স্রোতস্বিনী তিস্তা, তোরষা ঝিলে বিলে
দোয়েল শিস, শুনেছি ডাক সংগোপনে -
একলা বসে ঘরের কোণে
বন্ধু তোমায়, পাঠাই এই চিঠি ।
(নেহাত কিছু কথা, বলবে কি ‘কবিতা’?)
গড়গড়িয়ে কথা বলা অনেকটা গালগল্প
ভাবনা কিন্তু শব্দরাজি কাব্য নাকি অল্প ।
থাকতে বেঁচে সামনে পিছে তালে অবিশ্বাস
কঞ্চি - ছোট মোটাসোটা,
ভাবলো বুঝি বাঁশ ।
কবিতাটা আমার রাজ, তুমি বাপু কেডা ?
মাছ বাজারে কিচির মিচির
তুমি বেজায় ঢ্যাটা ।
বুঝে নিলাম -
পেশীর জোর, জিদ্দি-লড়াই ভীষণ,
শব্দে ওজন যোজন দূর, ছন্দে পার্টিশন ।
কবি ‘সজ্জন’ ভাবে যে জন সাজিয়ে লেখা বার্তা
বাসি ইলিশ সুস্বাদু টক, নরম বেগুন ভর্তা ।
এদিক ওদিক লাইন টেনে আয়না সামনে রেখে
কেউ হয়তো বাটনা বাটে, কেউ বা দ্যাখে চেখে ।
পটে আঁটা মমতাময়ী ছবি
দু-লাইনে নাচায় ছন্দ মান্যবর কবি ।
(‘কবিতা’ সমান্তরাল পথ)
পাগলাটে হাওয়ায়
মাঠ বিলের পথে
দৃষ্টি হারায় দিগন্তের রেখা ।
বন্ধু তোমার হাতটা ছিল হাতে
মন কেমনের চিঠি লিখি তোমায় ।
‘পুরনো থাকবেই বরাত’ অভিমান কী মানায় !
লড়াই রেখেছি জারী, লক্ষ্য কেবল ভিক্ট্রি স্ট্যান্ডে চড়া-ই ।
তোমার ভাষায় অভিবাদন
তোমার জন্মদিন ;
আমার ‘খোলা চিঠি’।
সহসা এক রাতে ;
টুপুর টাপুর শব্দ বৃষ্টি, পড়লো টিনের ছাদে ।
আবার সেই ফেলে আসা দিন, বছর খানেক আগে ।
ডোবার ধারে অসহায় ব্যাঙ
মেলে ধরলো ছাতা ;
এসো বন্ধু, বসো আমার পাশে
কথা যত বুকে আছে চাপা -
বলছি আবার, লিখছি ‘খোলা চিঠি’।
(এটাকেও এপাশ ওপাশ মেলে – অনেকে নে্য ভেবে –
‘কবিতা’র আধুনিক ঢঙ)
ভিন্ন ধারায় আমার ‘খোলা চিঠি’
হ্যাঁ বন্ধু, এই চিঠিতে আদান প্রদান সাফ
‘সাগর’ নাম তোমার, করবে না কেউ মাফ ।
লেখা কথা গোটাগোটা খুব পরিস্কার ;
যতি চিহ্ণে গতির রদবদল......
ঘাঁই মারা তোলপাড় ।
ভিন্ন ধারায় আমার ‘খোলা চিঠি’......
মানছি কঞ্চি মোটা,
বাঁশ না হলেও কাব্য ।
‘গঙ্গা’ নামে আজও চেনে লোকে
কমে গেলেও নাব্য ।
আমার কথা - ভ্রাতৃসম সুপ্রতিম কবি বন্ধু ‘রক্তিম’ এর কবিতা ‘খোলা চিঠি’র প্রেক্ষিত ।
একেবারে নিজস্ব অনুভূতি ।