{উদ্দেশে - কবিতার আসর মিলন উৎসব
কোলকাতা, ১৪ ই বৈশাখ – ১৪২৫}
গ্রীষ্ম দিনে আদ্র বাতাস বিন্দু বিন্দু স্বেদ জমানো - কপাল
মটাশ করে ভাঙ্গলো এবার
তিন দানার চিনেবাদাম
শক্ত রেখে কবি সৌমেন - চোয়াল ।
দুষ্টু রোদের অহমিকা
শুক্লপক্ষে ভরা প্রহর -
চাঁদের আলোর মাতামাতি সাগরে ;
ঘন সবুজ কচি কচু-পাতায়
কোলকেতে কবির কদর আদরে ।
ধানি লঙ্কা, পাতিলেবু, টোকো আমড়ার ভীড়ে ;
কবি তো নই তবুও আমি কবির আসর জুড়ে ।
কিন্তু আমি, অন্য পথে মন্তব্যের পাতায় -
ধ্বনি, শব্দ, সুর লহমায় নানা গতে রোজ ;
জল ভরা শাঁস, লোভনীয় ক্ষীর-পুলির আশায় -
ফেনিল শোভা বালুতটে অক্টোপাশের খোঁজ ।
নাভি থেকে শ্বাস,
হেঁচকা টানে
কাঁপলো জল শান্ত সাগরে,
ডিঙি নৌকো এঁকে নিলাম
অকেজো কাগজে ;
থাকি কোথায় ! ঠিক জানা নেই,
ফিতে মেপে গুগুল ম্যাপে
কষেছি হিসেব ;
যেখানে হোক গঙ্গা-যমুনা !
আসতে হবে ভোজে ।
মাঝ রাতে অধীর আঙুল
গোনে তারা ;
আমার শহর পেটো হাতে – দাঁড়িয়ে উন্নয়ন ।
স্বচ্ছ-স্ফটিক জামরুল
ছিটকিয়ে আলো ;
নাভি শ্বাসে প্রসারিত শক্তি সম্মোহন ।
অজস্র আদর ভালবাসা সঙ্গে নিয়ে – শুরু হোক এই দেখা ।