এক সূর্য্য - গুচ্ছ রেণু বাজায় হরেক বেণু
সবুজ পাতার ঝাঁকে,
ঝিকিমিকি আলোর ঝর্ণা;
দুষ্টু বিষ্টি,
মিষ্টি হেসে হয়তো বিদায় নেবে……
আজ সকালে সাজের বহর প্রতীচি পর্ণা।
গ্রীষ্ম তাপে ঝিমিয়ে পড়া
সুপ্ত আগাছা
প্লাবনে ভিজিয়েছে মাটি ;
শরতের আদর ছুঁয়ে প্রস্ফুটিত বাহার
সুরভিত হেমন্তে খুশির খুটিনাটি ।
পলে বিপলে বিমোহিত কাল,
বিনোদিনী পথে প্রলোভিত প্রাণ -
হাওয়া বয় ধীরে খেয়ালের সাজ
সুস্থির দিন
বাজায় নতুন বীণ......।
হিসেব সাজায় চেনা সে হরফ
অবিরাম লেখাজোখা ;
শুনি সেই বাঁশি, অহর্নিশি
আশায় আশীষ শিখা ।