জবুথবু ধূসর রাতে ফালি মেঘে নিশিডাকে
সাথীহারার দৈন্য হৃদয় -
সোশ্যাল সাইট যোগে পাওয়া
ল্যাপটপে বিচ্ছুরিত উত্তেজক আলোর কণা ।
জ্বল-জ্বলে চোখ কালো বেড়াল
ঠিক আঁধারে শতেক জোনাক -
সঙ্গ আশে বর্ষা ঝরাক কল্পরাতে গল্প সুধা ;
অদল বদল নেশায় ছোবল নিকট দূরের আনাগোনা ।
নক্সা কাটা খাজুরাহো যুবা মনে ইচ্ছা বাহক
আলোর বেগে কাঁপিয়ে ডানা
ভারী শরীর ভোমর বিহার -
অভাব বোধে গুনগুনানি কালবোশেখী কাব্য-ব্যাথা ।
বাতাস ভারী চেনা গন্ধে শিল্প ছাঁচে যৌন স্পৃহা -
কুসুমলগন প্রজাপতি
পরাগ তেজে ভবের খেলা ;
আগ্রাসী রূপ যোগীর ভোগে হিমালয়ের খল ললিতা ।
মানুষ-পশুর প্রেম আবেগে অনুভুতির সজাগ ছাপ !
কারুকাজে শিব মহিমা
নারী পুরুষ মিথুন কাম ;
অলঙ্কৃত দেওয়াল জোড়া অপ্সরাদের যোগাভ্যাস ।
কলঙ্কিত তন্ত্র-শাস্ত্র যৌন গুরু যোগীর দল -
সিদুঁরে মেঘ বস্ত্রলগ্ন
ঘর পোড়া গাই অবিচল ;
স্বভাব দোষে চড়ক মেলায় কাজল চোখে অধিবাস ।