কেমন এ মন .........
কৃষ্ণচূড়া রাধাচূড়া রঙ গরিমা মাতন -
রবির কিরণ অসীম তেজে ভাসিয়ে চুম্বন ।
অন্ধকারে স্বভাব দোষে স্বপ্ন সাপের খেলা ;
নিশানাতে পথের বাউল সুরে জীবন জ্বালা ।
অদলবদল বাক্যবাণে নিক্তি ওজন মেপে ,
শক্ত চোয়াল উঠলো কেঁপে, রাগী দাঁতের চাপে ।
তোমার পিঠে ‘টাট্টূ’ আঁকা নিবিড় দুটো চোখ -
মুঠোর চাদর অসংলগ্ন বিদ্রোহে বিক্ষোভ ।
জেনেছি যা .........
লিপ্ত থেকে সুপ্ত ব্যথা পিচ চরিতে কঠিন পাঠ ;
‘লেগ গ্লান্স’ আর ‘কভার ড্রাইভ’ এক চুমুতে ছেড়েছে মাঠ ।
কালো মেঘে সুগন্ধি চুল
ইনিয়ে বিনিয়ে একই ভুল -
ভালবাসার অন্ধ গলি
বিধ্বস্ত ওড়না চোলি ;
মায়াবী রাত, শক্ত বাঁধন
নিঃশ্বাসে প্রেম মনের মতন ।
‘স্পেড’ বললে কোদাল বুঝি
শুদ্ধ হাওয়ায় সোজাসুজি ।
সময় কখন রুখে দাঁড়ায় শক্ত পেশীর টানে -
কানাকানি নেই তো মানে দেওয়াল সেটা জানে ।
তবু আবার ভাবনা জড়ো আরো কিছু বাকী ............