রবি শশী গ্রহ তারা প্রভাত পাখির গান
গাছ-গাছালি কুটকাচালি ঝর ঝর ঝর্ণা ।
দেখছি যেটা চোখের আলোয়
সব কিছুই সত্যি ।
জন্ম এদের সেই লগ্নে, ভূখণ্ড যেদিন -
প্রসারিত মহাবিশ্ব আজ যে ধারণা,
ঘনীভূত ধুলো গ্যাস মেঘ
চাপ-তাপে অস্থির ছেদন ।
ছিটকে যাওয়া নয় খণ্ড মেঘ......
শুরু সেদিন –
জোয়ার ভাটার আবর্তিত ত্বরণ ।
খুশিমত কাছে আসো, আবার যাও দূরে
সেই সুবাদে ছড়িয়ে পড়া আলোয় -
দেখেছিলাম তোমায় মোড়ের মাথায় ;
এটাও সত্যি ।
স্থান-কাল লম্বা সফর, কেটেছেঁটে ছোট -
পাইথাগোরাস জ্যামিতিক অংক ।
মগজ ভার, জোর কদমে লড়াই -
“মুরগী এবং তাদের ডিম”
ধাঁধার মাঝে হারাই ।