ছিলাম যখন .........
উল্কাপাতে ছিলাম ভোরে আলো-আঁধারি খেলায়
কাটা ঘুড়ির বাঁধা সুতো উদাস অবহেলায় ।
সোনালি রোদ হাত বুলিয়ে ব্যালকনি গরাদ ;
মেট্রো পথে চোখাচোখি বেমানান সাহস ।
তেঁতুল-জলে ডুবিয়ে তোলা ভরা ফুচকা ঠোঙা -
শাওন গন্ধে বৃষ্টি জোনাক হ্যাংলামুখো টুকি ;
কালের তালে পিঁপড়ে স্মৃতি আঁচল খোঁজার ঝুঁকি ।
জলাধারে কাদাপায় অকুলীন সারস ।
পেলাম তখন ............
শিশির-সিক্ত সুবাসিত লাজুক গোলাপ লত.........
আদর শীতল বিকশিত কোরক কথকতা ;
দোলায় দোলায় শোনালে গান অমা-জোছন রাতে
বাড়িয়ে হাত দখিন-খোলা ছাতে -
এই ভাবেই আছ
আর
পাব তোমায় সাথে ।