কচি ডাবে বুলিয়ে শক্ত ঠোঁট,
লম্বা জিভে শুষে মিঠা জল ......
মেটাবো হৃদয় তৃষা,
আশা অনেক দিনের ;
পাগল, বনের কাঠঠোকরা আমি ।
ব্রেইল হরফে খোদাই চিঠি তোমার
কচি ডাবের গায় ;
বুলিয়ে পায়ের নখ
পড়েছি তোমার লুকনো শোক তাপ ।
কচি থেকে ঝানু,
মাটির পানে চেয়ে
হিসেব ছিল উঁচু গাছের ছায়া ছোট বড় ।
রবি শশীর আকাশ
আরও না-কি উঁচু
উজবুক ছলনা ।