‘জল’ ‘জল’ ক’রে কিশোর ছেলে
আজও
বেড়ায় উড়ে চাতক রূপে
সদ্যজাতক মহাব্যোমে......;
মেঘ জমেছে আস্তাকুঁড়ে,
মেঘ জমেছে পোড়ো বাড়ির
ভাঙা দেওয়াল ঘিরে ।
কু-ঝিক-ঝিক শব্দ জিগির,
কাঁপছে শরীর……
নক্সা এঁকে জানলা কাঁচে
বৃষ্টিকণা চলে-ফেরে
যেমনটি চায় ;
ত্রিকোণ আকার চরাচর
মগজ সীমায়
অনন্ত না !!
পাশের বাড়ি হিল্লোলে দোল
সজাগ কামিনী ;
আত্মবিলাপ আহ্লাদী আট –
মধুযামিনী ।
ভুল-ভোমরা বাউল সাজে
শাসায় সমাজ ।
একতারায় রসকলি
সলাজ ফকির ।
অরূপ লোকে দূর শহরে
ভিন্ন রুচি বাতাস ওড়ে ;
সোঁদো মাটির আঁশটে স্বাদ
জল ছাড়া মেঘ
ধমকানি ডাক ।
ধোপার গাধা, চিত্তসুখ...
ভালোই আছি !!!
কারিগরের খেয়ালি হাত
ব্যাঙ লাফানো খোলামকুচি ।