নিপীড়িত চাঁদ ঘোর অমানিশা    
শত তারাদের টুকরো আলো    
পয়োধর মদিরতা ;  
বেসামাল টোল প্রাণ চঞ্চল
লালিমায় দীঘি, শফরী মিছিল
মোচড়ানো ব্যথা ।        

চুমকি বুটির রেশম শাড়ী, হিল্লোলে ভৈরব -
মজানো প্রেমে পাগল কানু যমুনায় কলরব ।                
কলার ভেলা, ফুলের মালা, কাগজ-কিস্তি -  
রাধা বিহনে, রাগ অনুরাগ আবেগ          
গোপিনীদের মন কামড় তিথি ।  
    
ঠমক লাজ নিকষ আঁধার
শুক-সারি আলাপ -  
হেলায় ফেলায় গুমর তেজ
বিদগ্ধ রাসলীলা ;      
অচল পয়সা সচল রাখার
বাজারি ছলাকলা ।