ক্লান্তির ছাপ রেখে সুর্যটা, যেই হল ঘোলাটে
ধার ঘেঁসে আকাশের রঙ হয় লাল ।
সকলেই মাথা নেড়ে মেনে নিয়েছি
সুইচটা ‘অন’ নয় এখনি ।
কলকল কোলাহল - অনর্গল
থরে থরে শব্দেরা মজবুত ইমারত ;
বটতলা নিতিদিন মেলা ।
জমে থাকে বালু দানা
দিনমণি চাগিয়েছে গরম…
শুকিয়ে বিন্নি ধান, খ্যাটখ্যাট বেখাপ্পা ধ্বনি
ফুটে হয় খই ।
‘হয়েছে’, ‘হচ্ছে’, ‘হবে’ – ভূগোলের প্রতিপাদ
কেটে যাওয়া সময়ের খেলা ।
টগর, নয়নতারা আর কিছু জুঁই
মালা গেঁথে সাজিয়েছে সই ।
মাথায় পক্ক কেশ নতুবা গড়ের মাঠ
কচি কাচা গুচ্ছঘাস দোলে ;
মেনে নিলে সিগন্যাল, উজ্জ্বল লাল
ঘন কালো আঁধারের কোলে ।
ছোট ভাঁড়ে অবশেষ চাঙ্গার মোচ্ছোব
পল্টুর ফোঁটা চা
জিভের পুরনো ঘা চেটে ;
সারি সারি দেয়ালে ,ঢ্যারা কাটা অধিকার
সাদা কালো সাজানো ঘুঁটি……
খেলা শুরু সব ঘেঁটেঘুঁটে ।