বুল ডগের ছোবল কামড় পেশিবহুল হাত
মাংস-সব্জি মাখা মন্ডি
বেশন ফুলুড়ি ;  
নোয়ানো ডাল, পাতা ছিঁড়ে নিংড়ে গন্ধ শোঁকা  
বানভাসি জলে ডোবা জোয়ান হাতির রোদন -
আলু-পটল-পোস্ত মাখা
পুঁইয়ের চচ্চড়ি ।

পায়ে পায়ে জড়িয়ে থাকা
সরু চিকন লম্বা ঘাস -  
রক্ত লালে খয়েরি ঠোঁট
রামনবমীর চাষ ;          
জীবন সত্তা লজ্জাবতী লতা ।  
আধা ডাঙ্গায় ভণ্ড কুমিড়
মাপে চোখের জল ,  
মতিভ্রমে মুঠো-ফোন ডিজিটাল বার্তা ।  
  
মুষলধারায় ভেজা পালক স্যাত-সেতে বদন -
ঝটপটি ডানায় কাঁপন হাওয়ায় জলকণা;  
ঋতু চক্রে দিন বসন্ত পিঁয়াজ খোলার ঝাঁঝে -  
আচমকা ফাটলো বোমা দার্জিলিঙের পথে;    
আদুরে দান ভূরির চাপে প্রসব বেদনা ।