পোড়ো বাড়ীর চক্র রেখা ফাটল ।
সোঁদো মাটির ব্যাকুল গন্ধ
শ্যাওলা জমা জল - ছাদের কার্ণিশ ।
পাশের ঝিলে কচি-কাচা মাছ
বনফুলের মাতাল গন্ধে
কানি বকের হিস ।
দিনের সাথে বাড়ে বুকের লাবডাব
হাতড়ে বেড়ায় সময় ;
চুঁইয়ে ভেজে শ্লথ গতি শামুক ।
জমে থাকা আবাদী জমি
হোয়াট্স্ অ্যাপে ভাবিয়ে তোলা ছবি ......
বারে বারে উসখুসে আঙুল,
রাত দুপুরে স্বপ্ন জাগরণ ;
মাঝ বুকে সা রে গা মা পা………
লোভী মনের মোবাইল অফ-অন ।
টিকি বিহীন পণ্ডিতের মহান টাক …
গজানো চুল বৃদ্ধি-গতি(differential) হার ;
সমন্বয়ে (integral) গুলিয়ে যাওয়া হিসেব
বদল দিনে অলস হাহাকার ।