[ কিছু ভেবে আবার কিছু না ভেবে জমে আছে ল্যাপটপে উল্টম-পাল্টম বেশ কিছু কথা, কয়েক ফাইলে । আবেগ ও আবেশ আতিশয্যে আকাঙ্খিত প্রেম – কোনো সীমানা না রেখে। মাঝে মাঝে ঐ হরফগুলো সরাতে ইচ্ছে হলেও পারিনি । মনে হ’ল এই ভাবনার এক কাব্যিক রূপ আঁকি খানিক অতি পুরাতন ঢঙ ‘ভিলানেল’(Vilanelle) অনুসরণ করে । হয়তো পেরেছি নতুবা নয় । আমার ভালো লাগা আসরের কবি বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাই ।]
ল্যাপটপে বন্দী হরফ - অস্থির অসহায়,
আঁচড়ে জ্যান্ত ছবি, কঠিন বাস্তব ;
দুর্গম সীমানার বাঁধা না মেনে ।
মাপা পেজে শব্দরা পথ খুঁজে পায়,
ভাবনারা নেচে নেচে গল্প শোনায় ;
ল্যাপটপে বন্দী হরফ - অস্থির অসহায় ।
কবিতায় স্বপ্ন গান হৃদয়ের আশা,
কারুকাজ করা সব অনুভূতি ব্যথা,
দুর্গম সীমানার বাঁধা না মেনে ।
আবেগ গভীর রঙ দামী সমকামী,
স্ক্রিপ্টেড বর্ণেরা, সুখি মাল্ভূমি ;
ল্যাপটপে বন্দী হরফ - অস্থির অসহায় ।
স্তবকে স্তবকে চলে আত্মার মেলা -
ফিসফিস প্রতিধ্বনি রহস্য সবলা ;
দুর্গম সীমানার বাঁধা না মেনে ।
টুকরো শব্দগুলো ভাসে রাত-দিন,
খুঁটি-নাটি মানে ভেবে চির উদাসীন ।
ল্যাপটপে বন্দী হরফ - অস্থির অসহায়
দুর্গম সীমানার বাঁধা না মেনে ।