কাব্য কথার বাছাই কটা প্রিন্ট
আঁচল গিঁটে শক্ত-পোক্ত আঁট ;
খালে বিলে সরু মেঠো পথে
জানি আমি একা, ভীষণ একা ।
খুইয়ে সব, পথিক হারায় পথ
কেমন শখে - নাভি ঘিরে টাট্টু এঁকে রাখা ;
গুনগুনি ধুন মগ্ন হাজার অলি ।
মৃগয়াতে ছন্দ লাফে লাজ নয়নী হরিণ ;
রকমারি ব্যঞ্জন স্বাদ গড়া শালের বনে ।
লোভ যে কী যে, কালো মেঝে -
টুকরো ইটে লেখে ;
আসবে তুমি, আবার অন্য সকাল ।
বোঝা অনেক আঁচল গিঁটে আজও
কোণাকুণি মনের প্যানোরমা ;
ধূসরিত কাব্য ভাঁজে প্রিণ্ট
আড়াল রেখেও নজর এড়ায় না ।
মোহনায় শক্তিরহিত, আস্ফালিত নদী -
খুঁজে নেয় নরম মাটির স্তর ;
সাগর জল ভীষণ কাছাকাছি ।
আঁধার রাতে প্রজ্জ্বলিত
খনির কাঁচা কয়লা ;
বুদবুদ গ্যাস বেগুনি-নীল আভা,
রকমফেরে এমন করে বাঁচি ।
ধুচ্ছে পালক, জল ছিটিয়ে গর্বের রাজহাঁস ;
জলে ভেসে নীরব অছিলায় ।
শব্দ শুনি আমি তুমি
হয়তো হবে ওরাও......
অভিমানে রঙ মেখেছি সবাই
নিতান্তই একা ।
যুঝে জীবন শেষ ধাপের দৌড়,
কাব্য কথায় শাঁখের ফুঁয়ে ঘোর ।
শুনিয়ে গেল নিজের থেকেও প্রিয়,
চোখ-হারানো মন কেমনের বন্ধু
“জীবন নাকি এভাবেই চলে” ।