মাপা পথে পরিক্রম
পাব দেখা ; এটাই ছিল আশ ।  
কিছু হাঁটা, কিছু মেট্রো আর কিছুটা টোটো
বরাদ্দ দম - দীর্ঘ নাভিশ্বাস ;  
বৃষ্টি ভেজা সাথে কাক, আড়ালে বট পাতা  
শুধুই কি তাই !  

কিছু সবুজ, কিছু হলু্‌দ, আবার কিছু লাল  
ছিটে-ফোঁটায় পাতাবাহার -  
হাজার ফুলের মধু ;  
নাতিদীর্ঘ পাখা, এক মিনিটে বারো হাজার কাঁপা  
দূরে চাক, চিন্তায় মৌমাছি ।  

দুপুর রোদে গাদাগাদি ভীড়ে
মিনিট ফ্লাশে গচ্ছিত সেল্‌ফি,  
ছিল সাথে প্রাণ ভরা মধু
ফুরফুরে নাবিক বাঁধে কাছি ।    

চোখে মুখে, বাছ-বিচারে নেই  
রুমাল ঘষা ভ্যাপসা গরম ......  
বব্রফ কুচো ঠাণ্ডা জলে পথের ঠ্যালাওয়ালা ;  
চতুষ্কোণ গরাদ ফাঁকে
কাজল রেখা চোখের কোল ;  
কুসুম-বাগে পরাগ মাখা পা ।  

বাহু-কোণ মিলেমিশে বিগলিত ধারা,  
আরাধনা লক্ষ্মীঘট মাঝদীঘি ডিঙি ;  
ক্রমাঙ্কে চিত্রকর জ্যামিতিক ছাপ
পাল তোলা বিরোধ, বিমূর্তন সিঁড়ি ।    

অভিসারে ধূন্রজাল শৃঞ্জিত চরণ
এলোমেলো দৃশ্যপটে বন্দিত ভৈরবী ।  



এমন তো নয় !  
হাওয়ার তোড়ে নির্গত শব্দ ;  
ইচ্ছে তখন অন্যায় আব্দারে ......  
নীল অনাবিল, ভালবাসা সহস্র পদ্ম ।      

জটলা মেঘ, ভরাট গুমোট জানি......  
জলকাদা ক্ষিপ্ত অসুখ, বিরহ বুজরুকি ;      
ফাগুন আগুন ছড়িয়ে বনে
ভুলভুলাইয়া মহল -  
মন না মানা, ভীম খেপা
হাজারো জোনাকি ।