আমার আকাশ জুড়ে ঘনীভূত কালো ছিট ছাতা
অর্ককে রেখেছে আড়ালে ;
বুলবুলি, টুনটুনি চড়ুই শালিখ......
চেনাদের ভিড় নেই এখন ।
ভানু তেজ বিভীষিকা জেদ -
ভেদ করে দুর্গম ছাতা ;
মৃদু চালে চকমকি ভিন দেশী পাখি
কিঞ্চিত শিস দিয়ে জাগালো তখন ।
(নতুন সকাল হবে কিছু আলাদা – আশা)
গোছা গোছা সরু তার শিরা উপশিরা,
লোহিতকণিকা কোষ মগজ সিন্দুকে ;
কেঁপে ওঠে ঢেউ খেলা তালে ।
রূপোলি চাদর পাতা ফেলে আসা সুখ......
নিশি ডাক দু-পহর রাত, ছিল আনমনা,
বাউলের একতারা উজান খেয়ালে ।
(অতীতে পাইনি কিছু এমনতো নয়)
অজানা পাখির ঠোঁট কাটা শিষ অবিরত
বিলিয়ে পলাশ রঙ
ফুরফুরে ডানা মেলা রাত,
ঝিকিমিকি তারাদের সাথ ;
প্রেমরোগে কিংশুক, মাপে নি ক্ষত ।
(মনের জমে থাকা কথা)
অধরে মায়াবী হাসি অভাগার চন্দ্রিমা
ফেলে যায় ছায়াসুখ ফাঁদ পাতা জালে ;
মগজ সিন্দুকে পাখি করে যায় ঠোকাঠুকি
দিবাকর রসিক প্রখর,
স্যাঁকে রুটি সমান তালে ।
(কঠিন বাস্তব)
কালোছিট ছাতা মেলে রোগভোগে আকাশ ‘করোনা’;
ভ্যাকসিনে মাথাব্যথা ন্যানোটেক হাতিয়ার
অংশুমান বিশল্যকরণী -
গুমরানো আঁধার সকাল মগজে নিউরালিঙ্ক
অচেনা পাখির শিষ ঢের অভিমানী ।
(রোবোটিক জীবনে বেহিসেবি উপভোগ প্রকৃতিতে নিরাময়)
লোহিতকণিকা ঢেউ শুকসারি প্রেমগান
মগজ কোটরে ভীমরতি ;
মনে পড়ে পড়েছি কোথায় –
পূর্ণিমা থালা চাঁদ, দজ্জাল ঝাঁঝালো ‘শ্রীমতি’ ।
(ডানা মেলে আছে ছলনা)
Neuralink- A chipset called the link is implanted in the skull. It has a number of insulated wires connected from the electrodes that are used in the process.