মন আঙিনায় গতে গাঁথা    
সারিগান সুখ ;
আমার হাতের তালু
বিস্তৃত তটভূমি ।  
অনামিকা তর্জনী যোগ
তোমার তিন আঙুল ।  

ধৈর্য্য, বিনয়, নাছোড়বান্দা
তোমার কলম-কালি
দীপ্ত সম্ভাষণ ;
পানসি-নৌকো মাঝির দাঁড়ে      
হা-ডু-ডু-ডু খেলা ।    

কোমল চাপ, সংকুচিত তালু
হাতের রেখায় জমে থাকা  
স্পষ্ট ধুলোকণা ;  
উড়িয়ে দিতে সচেতন ফুৎকার,
পরশুরামের ধনুষে টংকার ।  

অপরাজিতা লতানো শুঁড়  
বেড়ার তারে -    
ধাপে ধাপে কিরণমালা
বরণ শব্দগুলো ; মন কেমনের
তেজী সমর্পণ ।

ঝোড়ো হাওয়া ফস্কা গেরো
বিরহ বেদন ফড়িং ।  
বাসন্তিকা প্রতিধ্বনি
আকাশ বাতাস মেলা ;          
চেতনার সাত সাগরে
পলাশ প্রভাব ভড়ং ।


বিঃদ্রঃ - 'জাতিংগা'  ভারতের আসামে পাখিদের আত্মাহুতির স্থান ।