নৌকোর ছেঁড়া পালে
তেজ হাওয়া অস্থির বিকেল ;
কড়িকাঠ গুনে কাটে
কালো রঙ বিদীর্ণ সময় ।
জমানো শ্যাওলা ছিল
কাদামাখা গর্বিত পা ......
ফাঁদ পাতা চবুতরে
বসন্তের আমুদে পায়রা ।
ভেজা কদমের সারি
সুরভিত ঝুমকো গোলাপ -
ইচ্ছে ঘুম! নিরবধি মায়া ।
কতকাল অসহায় চাঁদের বুড়ি ?
বনসাই ঘাসে ভাসা লজ্জিত চোখ ;
চাল নেই চুলো নেই বটের ঝুড়ি ।
চাঁদ থেকে কাটা মাটি
ছলে বলে বেড়ে চলে ধরা ......
আমার মহিমা চায় আলো !
সাথে থাক সেই জন –
জোছনার বিকিরণে
নিজেতে ভরা ।