দেখা হল কথা হল
শব্দগুলো ছিল……
হুড়োহুড়িতে মেতে ।
কাকাতুয়া বন্ধু অনেকদিনের ।
হয়তো রাত, গভীর
এপাশ ওপাশ নড়েচড়ে শরীর ।
বন্ধু সেদিন এলিয়ে ঘাড়,
মাথা রেখে বুকে,
ঢাল চিনে তাল নেচেছিল সুখে ।
জীবন এখন এই গোলকে,
মাঝাঘষা স্বপ্ন অবচেতন
ঘুরছে ভীষণ জোরে ।
‘আই স্পাইস’ খেলা ছেলেবেলার
কাটা চাঁদের আলো -
বটের ঝুড়ি আগল রেখে
সাবধানী ছায়া
শুক-সারি সচল কাব্য নীড়ে ।
এক সকালে দেখি, হঠাৎ উধাও ।
দূরের বন্ধুর ডাক শুনে সে
খালি দাঁড়, মাঝে মাঝেই ‘ইকো’
দুলছে আপন জেদে ।
সাদা কালো রঙ, সাথী সঙ্গোপনে
যার যা খুশি ভাষা
ঠাস বুননে আশা......
আসতে হয় ফিরে ।
ডাকের বহর এমন
জাল বুনে যায় মাকড়সাটা যেমন ।