বাদাবনে বাড়বাড়ন্ত বাঁশ প্রজাতি
ছেকল বেঁধে যত্নে পালন
শোভে ড্রয়িংরুমে,
সুন্দরী মনোলোভা ।
ইলশেগুড়ি বৃষ্টিতে
‘প্রভাত’
ভেবে তোফা ।
আজ এখানে কাল ওখানে
যেভাবে মন চায় -
লাস্যময়ী পূর্ণ চাঁদ, অম্বরীষ আভা ।
রোদ জলের প্রহরগুলো দিন আর বছরে ;
তুমি আমি সচল অচল সকল আমরা,
কটা ধাপ নেমে এসে কে আমি আর ওরা,
নামতা লেখে খুড়োর কল নতুন কলেবরে ।
বিন্তি খেলে সামিল মিলে
কাটে দিন, নিয়ম বন্দী ঘরে
মিথ্যে খোঁজ, যুক্তি গাঁথা বীথি ;
কপালে টিপ, শমী কাঠের ছাই
পথ হারালো অশ্বমেধের ঘোড়া -
মন্ত্র পাঠে ‘স্বহা’ বলাই রীতি ।
না হওয়া ভোর বাদল ছেয়ে
শুরু নতুন দান ; -
পাশার ছক সোজা উল্টো
পুরোটাই ধোঁকা ।