ষষ্টীর আকাশে চাঁদ, মিলন পিয়াসী ফাঁদ -
স্খলিত কিরণ ঝর্ণা জমি ;
গম্ভীর অন্তর স্পৃহা, অধিকারী অভিপ্রায় চুমি ।
লাল চাদরে মোড়া
কচকচে ভালবাসা -
মন্ত্রর ঝাড়-ফুঁকে
বিলিকাটা ছেঁড়া চুল ;
লঙ্কা, লেবু
সাথে হরতুকি ।
গড়িমসি মরুপান্থ -
বেসামাল অসুখি, অস্তরবি ।
ক্ষারিত হৃদয় জ্বালা
ফসলের আঙিনায় ;
কাক-তাড়ুয়া বেশ
ভয়ানক চাহনি,
কাব্য জুড়ে ড্যাসে ড্যাসে - -
চিত্রিত ছায়া ছায়া ছবি ।
ডাগর দৃষ্টি তৃষা, খোঁয়ারে আত্মসুখি -
লাস্য হাসির ছটায় বকুলের সোহাগে ;
অভিরূপে বাসি চাঁপা লালায়িত বাসনায়
চায় তুমি থেক কাছাকাছি ।