মুড়ি মুড়কির বাজার দরে,
রাতের আকাশ কিনতে গিয়েছিলাম ;
অহমিকা শীত ঘিরে ছিল ভৎর্সিত গঞ্জনা ।
রোদ বাহারে মুচকি হেসে আমোদিত সাপ ;
চকচকে চোখ দোটানা মন তোমার
বলেছিলে –
তুমি আমার অনেক দিনের চেনা ।
এঁটেল মাটির কাদা জলে সমর্থ যৌবন
সাথী আমার বিশাল আকাশ, কাঁধে ।
সম্ভাবনার অসম ভরে মাসকাবারি রাত ,
চোখের জলের কয়েক দানা শালুক কোরকে ।
পিছলানো পা কালচিতির বিষের ছোবলে -
গ্রহ তারা মিষ্টি হেসে সাহস জোগালো ;
ভুল হয় নি বলতে তোমার -
জগৎ চেনো না ।
হাড়-মাসের শরীর হ’ল গড়াপেটা লোহা ,
হাপর টেনে কামার বেদম ব্যস্ত কামারশালা ।
চালিয়ে কড়াত, দ্বিখণ্ডিত আকাশ ;
ঊষ্ণ দেহ ক্লান্তি ভোলে ভিজিয়ে বাথ টাবে
মেটায় হিসেব তোমার পিপাসা ।
এখন বুঝি –
কুষ্টি-বিচার মিথ্যে ছলনা ।