আদরের হুঁকোমুখো হ্যাংলা
জুতো জোড়া সদরেই খোলা
ঘন শ্বাস গোঁফ সুড়সুড়ি ।
চারধার ঘুরেফুরে লম্বা চুমো
টিপটিপ বৃষ্টি ফোঁটার
পশমে জড়ানো আব্দার-ই ।
মেহনতি দাসত্ব কুলীন
চিনে নিতে বিধি মানা পরখ……
পেতে হয় প্রকৃতির বিদগ্ধ স্বাদ ;
মোম তেল গাল থেকে চিবুক
খাদে পড়া বীভৎস মুখ
চিড় ধরা রেখ আর্তনাদ ।
চকচকে সেলোফেন মোড়া
মল থেকে অন লাইন, সবে ডেলিভারি ;
নামীদামী বিদেশি রুটি -
আঁচড়ে দিল তা ছিঁড়ে
পোষা পুষি, খুশখুশি, তোমার ।
ওভাবে তাকালে তুমি কেন !
তখনও তো আনকোরা কনে বৌ সাজ ;
নয়নের মণিদুটো বেখাপ্পা গোঁয়ার ।
সাথে কথা, মিলেমিশে রসিকতা
টব-বেলি যোগবল আপনতা ।
হয়তো বিশেষ দিনে
রঙ ঢঙ হুইস্কি আদর,
আরোপিত হাজারো কশম ।
পশমটা ছোঁয়া ছিল তবু......
হয়তো সে, সোহাগিনী মিনি
লাথি মেরে খরগোশে জড়ায় চাদর ।
রাত দিন এদেশ সেদেশ
হামাগুড়ি মুখোমুখি বসা ।
চোখে মুখে ক্ষিদে ক্ষিদে ছাপ
মোটা লেজ উঁচিয়েই লাফ ।