হিড়িক মেঘ আন্দোলন
চিন্তাজট মুক্ত কেশে অনুভূতি গাথা
সিক্ত বকুল বেঘোর ঘুম রাস্তা বিছিয়ে,
অনিত্য কাল ধ্রুবসত্য
বেইজ্জতি মাটি ।
অসম্ভবে ঘোড়দৌড়
লুকোচুরি খেলা ;
নেশার বুঁদে আজব সমাজ
কালজয়ী মেলা ।
বর্ষা প্রখর ঝাপসা পাগল দৃষ্টিকোণ ……
ফাতনায় তাক নির্বিবাদী বিশ্বাসী মন ।
বেড়াজালে মহাসাগর, ঊষ্ণ আবেগ ইন্দু ;
রাখে দাবী ভালবাসার কবি ।
অনুরাগী ভোমর ভ্রমণ
যত্ন পাপড়ি কোরক,
ছলক মধুলোভী ।
অন্য চোখে অন্য রঙে মূহূর্তের দাম
ঔজ্জ্বল্যে পিয়াসি মন, সেই আপেলে কামড় ;
কবি ! তবুও তোমায় সেলাম ।
হুক্কাহুয়া ডাকছে শেয়াল উলুবনে ঝোপের কোণে
মেঘে ঢাকা তারার প্রেমে সাহসী প্রাণ সঙ্গোপনে ।
গুল গুজবে কর-সাজিয়ে মাহেন্দ্রক্ষণ
ভণ্ড দিশি ......
গুন গুন তাল মজিয়ে গান, উন্মাদনা
অর্হনিশি ।
আয়নায় জল ছিনিমিনি, অক্ষাংশ আংশিক ......
গ্রীষ্ম শীতে উদোম দাপট দ্রাঘিমা দাম্ভিক ।
আঁচল গিঁটে বারের পুজো লুটের বাতাসা
দুই স্তরে (জীবন মরণ) সিঁড়ি ভেঙে ক্ষণিক তামাশা ।
আঙুল ছোঁয়া প্রবুদ্ধ মেঘ
অধর বিড়ম্বনা ...
ভালবাসা ফাঁকির দোসর
বর্ষা সুরঞ্জনা ।