দিনের রোদ বিকিরণে আলোর মহিমা
নজরবেড়ায় যেটুকু পাই আকাশ ;
আমার বাড়ীর ছাদ, পায়নি ঠিকানা ।
লাগোয়া বাড়ী বেশ ক’টা ধাপ উঁচু,
ইচ্ছে করে কাঁধের গণ্ডি ছেড়ে
আধপাগলা হাওয়ায় দোলে
কিরণছটার ধুম......
চিকচিকে লাল, অগোছালো ওড়না ।
আকাশপানে রেখে চোখ, দেখি -
যদিও লাগে শরম, তবু বলতে মানা
ভাললাগার নীরব আল্পনা ।
ভাললাগার মুক্তঝরা কনক চাঁপা আতর,
লালায়িত সুবাস চোখে মুখে ;
ডানা নাচিয়ে ফড়িং ফেলে ছায়া
জংলা ঘাসে অধিবাসের আসর ।
মাতাল সাপ হাসনুহানা নেশা,
হাত বাড়িয়ে পেয়ে যেতাম নাগা...
সত্যি ছিল অধিকারের দখল
পেরে আনতাম তরতাজা ফুল,
তুলে দিতাম হাতে
মন হ’ত দামাল ।
তুমি তখন আমায়, চিনতে ভালো করে
এক মাটিতে মেঠো পথে যখন বেড়াতাম ।