মেঘ জমেছে মাথার ওপর ছাদের কিনারে,
হাত বাড়িয়ে চড়াই পাখি ধরা ;
‘হুগলী’ বা ‘ভাগীরথী’ যে নামেই ডাক
‘গঙ্গা’ নামেই প্রেম জমেছে আমার ।
ভিত থেকে ছাদ -
থাকে থাকে ছন্দ ইটের খেলা ;
কাঁচা-পাকা তেঁতুল স্বাদ শব্দ বাহারে
শিউলি ঝরার গন্ধ খুঁজে অনুভবে ঋণী ।
পায়রা বাহন, পাল্কি-বাহক
দূরের রাস্তা মাপে ;
কোপ মারে ঝোপ বুঝে ।
শখের বোটের মাঝির জীবন হাজার দুয়ের নোট -
ঘর্ষণে কার্ড ক্রেডিট-ডেবিট সবার ;
জোছনা রাতে বাউল গানে ধ্বনি প্রতিধ্বনি
ধরা এখন মাঝারি ধরন সরা ।
‘ভালবাসি আমি তোমায়’ -
বুলিয়ে হাত আদ্যিকালের দাড়ি
ভার-ভারিক্কি পশ্চিমী শেয়াল ;
দিগ্গজের আশায় কুমীর ছানা,
বাস্তবের মাটির কামড় শক্ত শেকড় ;
কাক-কোকিলের গল্প ।
মানানসই টেবিল ল্যাম্প,
রেশমী সুতোর ঝালর ,
সিলিং ফ্যানের নেশা বাতাস
শীতল পানীয় ;
দুলিয়ে ছায়া ঝুলছে জানলা কাঁচে ।
ভুলে যাওয়া শ্যাওড়া গাছে ভূত ;
রাতের ইডেন ভাবনা প্রকল্প ।