ছাল চামড়া খসে পড়া
সুড়কি বাঁধন ইটের ধাপ -
হাওয়ার দোলায় নিমের কচি পাতা ............
দুর্জয়িনী প্রেম-প্রেয়সী,
জলজ কন্যা কাম রূপসী,
অপেক্ষাতে পর্দা ফাঁকে রূপের “উলুপি” -
মাদকতার খামে ভরা কাগজ বাদামী ।
ঘরের ধুলোর টুকরো-টাকরা পাথরকুচি
আস্তিনের বদন ছুঁয়ে পৌরুষ ভাঁজ ;
তলিয়ে গিয়ে হারিয়ে ভাষা
ছন্দ জালে গৌর-নিতাই ।
অনুরাগে ভাবুক শালিক ছানার প্রহরায় ;
আধ ফোটা ডালিয়ার ছায়া মায়াবী ।
পাশের বাড়ীর কুঁদো বেড়াল
লাফিয়ে দেওয়াল বারান্দায় ;
মনমোহিনী কোমল গজল ‘মিঁউ’ ।
হয়নি রাত, বড় রাস্তায়
পুলিশ বাজায় লম্বা বাঁশি -
কাটে সময় নিজের সাথে
ব্যস্ত আমি এই অপবাদ ।
বাঁধন বিহীন খোলের দড়ি অপাঙ্গে মুরারি।
পায়ের ছন্দ মেলায় তাল
হরি-প্রেমে গুণগান
ভক্তি যোগে রাধামণি
ভক্ত এমনই ।
“উলুপি” – অর্জুনের দ্বিতীয় স্ত্রী (জলকন্যা)