হাতেরকাছে সাদা কাগজ পেলে
দেয় যদি কেউ কলম কিংবা পেন্সিল……
হাবিজাবি আঁকিবুকি রেখা
সাদা কাগজে ছবি হয়ে জ্বলবে ।
মানে যেটার জানা আছে আমার
সরল ভাষায় ব্যাখ্যা করি তার
হয়তো সে কাজ আমার ধাতে সয় না
লোকে ভাবে আমি ‘সাধারণ’ না ।
ঠিকঠাক কথাগুলো করলে বেয়াদবি
পেন্সিল স্কেচ-এ পাহাড় নদীর জটলা
হয় না ভুল - মাতাল সাগরে, ভাসিয়ে দিতে
রুগ্ন কলার ভেলা ।
এই তো কথা সেদিন
অফিস ঘরে গিজগিজে ভিড় -
দেখেছিলাম, তোমায় প্রথম যেদিন ;
ন্যাকা হেসে তাকিয়েছিলে,
রেখেছিলে চোখের তারা ব্যাঁকা ।
তবুও আমি লিখেছিলাম দুচারটে লাইন
তোমার ঠিকানায়।
ইচ্ছে হলেই তোমায় নিয়ে আমি
লিখতে পারি হাজারো কবিতা
মাথায় ঘোরা শব্দগুলো ,
বাঁধন মানে না
করে অভব্যতা ।
তারপরেও যেটা পাও হাতে
পড়তে হয় একবারের বেশি
মানে করে বুঝে নিলে, বাড়ে সখ্যতা ।
এও জানি ছন্দগুলো নেশা জাগায়
ভাবতে ভয়, আঁটোসাটো মন……
ডঙ্কা বাজাও শিঙাতেও গমগমে রব -
মাস্টারপিস লেখা……
খোলসা হয় ভালোবাসার তাগিদ
শীত হাওয়ার টান,
পরিযায়ী পাখিদের মেলে তখন দেখা ।