ধাক্কাধাক্কি কথার ফাঁকে nth মাত্রা ধাপ
বুদ্ধিকামড় চোখের তারা ছটফটে আগুন ;
মাতে খেলায় আপন মনে রাত-বেরেতে পশু
বেসুরো শব্দগোছা আজব ইশারা ।
করবো-টা কী ভাবনা সাথে তুমুল ঝড়ের দাপট
বড় খোপের জালের ফাঁদে সহজ আনাগোনা ।
গোলাপ, তুমি সুস্থ-সবল ভোমর খেয়ালে
মন ভরানো শিষে কাতর খাঁচার টিয়ে একা ।
খণ্ডিত রাজমুকুট, দূরের মাটি চাপা ;
শিরা ভেদে রক্তধারা দিগন্ত বিস্তার ।
ইনিয়ে বিনিয়ে জমিয়ে ভাব,
দাপুটে বাঘ ফিঙে ;
অতীত খোঁজে হারিয়ে যাওয়া এক পয়সা তামার ।
যন্ত্রণা বকের ঠোঁটে, আগলে রেখে কৈ (মাছ)
তপ্ত কড়াই, ভাজার রসদ নেপোয় মারে দৈ ।
দিনমণির অশেষ খেদ, শশীর ছোট বেড়া ;
সমতলে সরলরেখায় হঠাৎ উদয় তারা ।
রঙমহলে সঙ সাজিয়ে নিত্যদিনের ভূত ......
তামা-পয়সার খোঁজ মিলেছে সাথে হিসেব সুদ ।
উল্টো পথে সকাল বিকেল, চন্দ্রালোকে ভেলা ;
অগোছালো ব্যাঙ-আধুলি, মিচকি অবহেলা ।