ভালো লেগেছিল ঐ সকাল আজও
হতাশা, কেন যে বলি তা
তুমি তো শোনালে কবিতা ।
শরতের আলো ছায়া খেলা
ঘোর বর্ষা হঠাৎ উদাসীন......
দোটানায় সবুজ শিউলি পাতা
মেঘবালিকা ছিটিয়ে গেল জল,
অপূর্ণ উচ্ছল ।
ভাবছো তুমি কী সে সোহাগ
শুধে যাও ঋণ ।
চোত-বোশেখে ঐ বেটা রোদ
বিলিয়ে তাপ, কাঁপিয়ে বাতাস
জনপদে অলি-গলিতে ।
ধুনোর গন্ধে মাতিয়ে মন, আতর ঢেলে
সরল জটিল তাস সাজিয়ে
পাকালো সলতে ।
আমার কাছে গল্প এ্ই, বৃষ্টি নেই ।
চাষের জমি অকারণে অবাক
প্রেম প্রকৃতি তুমি ।
দূর শহরে নীরব হাতছানি
দোসর নীলাম্বর, নিক চিনে এই ভূমি ।