বৃষ্টি হয়, বৃষ্টি হবে জল আটকায় যেখানে
জমিজমার মালিকানা বংশগত দলিল
শেষ সত্তা বাবার জমানায় সেখানে ।
বিশ্বকর্মা দিল হাতে, ভারী সোনার কাস্তে ।
অস্ফুট স্বর গমগম আওয়াজ - সময় ডিজিটাল ।
শুনেছিল মুকুট পরা দেব ।
নত মাথা সহাস বদন বাকি যেটুকু ।
কালকেউটে হাঁটছে সোজা
আধ হাঁটু জলে -
হলফ করে বলতে পারি পাঁচ পায়ে নয়,
তক্তা পাতা যাত্রা নিরালায় ।
স্বপ্ন দেখে ঘুম ভাঙলো ভয়ে -
তখন আমি খাদের কিনারায় ।
ডোর বেলে আচমকাই শোর,
ডি-টি-ডি-সি ক্যুরিয়ার সার্ভিস ;
পেলাম তোমার সুশোভিত বিয়ের ভারী কার্ড .........
পছন্দটা বেশ, তারিফও করলাম ।
সব কিছু যেটা যেমন হয় ।
একোণ সেকোণ তন্ন তন্ন খোঁজা,
ঠিকানা নেই ছাপার অক্ষরে ।
নারদার দানের গামবুট,
ভালো দামে কিনলো সারদা ;
কেউটে সাপ খালি পা, তাই হাঁটছে জলে ।