শেষ চুমুকেও কাপের কফি
বিরক্তিকর তেঁতো ।
তলানিতে ড্যাবডেবে চোখ
মোটা দানার চিনি ;  
ষোলো কিংবা আশি  
কেউ দিলো না ঠ্যালা ।  
  
চাঁদটা ছিল মাঝ দরিয়ায়
কীর্তনীয়া জোয়ান......  
ইজেল ভাঙা ফিঙে-দোয়েল নাচ  
ধুম্রজালে ঝুমুর তালে
পরকীয়া পালা ।

ঘন আষাঢ় টুকরো মেঘে
একপশলা বৃষ্টি ।  

উটকো সুটকো কফির ধোঁয়া  
অবিরাম আফশোষ......
ফাঁদ পাতা জাল মাকড়সার
আটক পড়ে রোষ ।  
জড়িয়ে আমায় ভিজেছিলো সে তো......    

কাপের কফি ‘বরিস্টা’(Barista) মেক
ঘেঁটু ফুল দেঁতো ।