উই পোকা সব বস্তি খোঁজে
হলদেটে বই পাতা ;
জড়ো করা আঁধারে
উপনিবেশ গাথা ।
হরফ, কালি, সাদা কাগজ
বোঝাই, জীবন ভোজ -
ছন্দে, ছত্রে কৃষ্ণপ্রেম সমাজে করতালি ;
ফাঁক-ফোকরে টুকরো আলো এদের কানাগলি ।
মিহি সূতোয় তুমি আমি ফাঁদের গিঁটে পা ;
ব্যতিক্রমী কথায় ভাসা
অনন্ত জিজ্ঞাসা ।
তালে তালে যুদ্ধবীণা
মানচিত্র দাপট ;
জেনেটিকে ধরণ-গড়ন গুণ্ডামি প্রকট ।
শীত শেষে, বর্ষা রাতে জান্তব ইচ্ছে ;
আবীর রঙে পাখনা মেলে অন্যত্র বাসা ।
অঙ্গদোলা কুচকাওয়াজ
পলিমর্ফিক গাঁঠ,
তুলতুলে হাল্কা দেহ
ভালবাসা মেদ ;
হাতিয়ার, ভিন্ন নিজে
জীবনে নেই খেদ ।
শব্দঝুড়ি অঢেল স্তূপে
হলদেটে বই পাতা ।