মলাটে ঘোলাটে চোখ - দেখলাম যেই
কথারা গলা বেয়ে জিভের ডগায় ।
চিলের মরিচা পালক বাতাসে ভেসে
টক টক অনুভুতি মগজ জানায় ।
জানার ইচ্ছে ছিল - আমি তো তাকে
কারিগরি কারুকাজ রেশমি চাদরে,
কেটে আসা ঘুড়িতে মামুলি সকাল,
পাঠানু সেটাই আমি গড়ানো দুপুরে ।
রসুন-আদায় মেশা শাঁসালো প্রসাদ
পাক খেয়ে চুমু খাক এ ছাদ ও ছাদ ।
বেনারসী পান নয়
সুরভিত জুঁই
আগ্রহী গন্ধে জীবনটা ছুঁই ।
জানি না নতুন করে
কী যে ছাই চেনা…….
জলরঙা মলাটে -
গাজনে ছলনা !