বলি আমি, শুনবে আমার কথা
তুমি দ্যাখাও নারীত্বের জোর ;
ভোর আলোতে রজনীগন্ধা সুবাস ……
হারিয়ে দিতে কার বা থাকে সাহস ।
বলি আমি, একটু মন দাও
ময়না সেজে গ্রামোফোনের কল ;
আমি তো সেই
হিজ মাস্টার্স ভয়েস
প্রভুভক্ত কুকুর -
বর্ণ ভেদে, ব্যক্তি ভেদে কব্জাগত পাগল ।
গিলে ফেলা, ছুঁড়ে দেওয়া
পথ চলতি ফাঁস-বেফাঁস কথা ;
চক ছড়িয়ে ঘেরা প্রান্ত
মাদল বোল -
বিন মহুয়া ব্যথা......
প্রভাব শালীনতা ।
বোঝাপড়ার ব্যবসা বুঝে
কঠিন মনের জপমালা শ্বাস ;
অন্ধকারে ডুকরে কাঁদা
স্বপন বেহুদা ......
তবুও আশা, থাকবে তুমি পাশ ।
বাঁশ বাগানে মাথার ওপর
রূপোর থালা চাঁদ ;
লুকোচুরির খেলায় খোঁজা
কাজলাদিদি শোলোক.......
শুকিয়ে গলা
বিষম অবিশ্বাস ।
আলিঙ্গনে ঊষ্ণ কাঁপা শরীর,
পৌরুষের বড়াই ছিল
আধ-পাকা চাঁদ সাধা ;
বসন্তের কোকিল ডাকা ফাগুন ......
প্রকাশকের বুক চিতানো খাতা ।
দেওয়াল বেয়ে ক্ষারিত স্রোত
এক রবির মাপা কিরণ তাল
ঠমক ঠমক চাল ;
তুমি আমি দিব্যি আছি
হামাগুড়ির হোঁচট খাওয়া ত্রাস......
বামাল মাতাল সকাল ।