আবোল তাবোল অভ্যাসী পা
ঘোরের আঁধার ;
আলোর সাথে নিত্য ভাব, আড়ি ।
দাব-দাহ গতি মতি সঠিক ঠিকানা
ছাপায় গলদ, এই শহরে নেমন্তন্ন চিঠি ;
মায়ের রূপে কুসুমকলি চয়ন ।
পাহাড় কেটে চলার পথ অসীম গোলক আকাশ ;
কপাল ঠোকার দেওয়াল,
সপ্তমে সুর বাঁধা ।
অনাহুত ভোরের কোকিল অস্থির ডাক
প্রিয় বন্ধুর মন করছে কেমন ।
কূটাভাস (paradox) স্বপ্ন সুদূর চিল ।
আচ্ছাদিত কানন তৃণঘাস,
বিবর্তন, অনাদি যন্ত্রণা
আদ্যিকালের মিছিল,
টগবগানো ভীতি ......
ছাগলছানার রাতের উপোস শেষ ;
নির্দ্ধারিত রীতি ।
দখিন হাওয়া, আলুথালু কেশ ঊর্ধমূখী ;
নীলাভ আকাশ প্রেমে
উত্তরের দিকভ্রান্ত বাতাস ।
ধূসর মেঘ চাইছে অধিকার
প্রেম-প্রকৃতি অশ্রুবন্যা ধারা ।