আঁচলে গোছেনো পলাশ রেখে গেলে
মনের গহীন কোলে
কোকিল উঠলো ডেকে ভুলে,
এই সকালে ।
দূর কোনও গ্রাম শহরে
কচি পাতা উঁচু বটে ঐ সুরে
উঠলো দুলে…
বাতাসের নতুন ঝাঁঝে,
উসখুসে কথাগুলো ঝোলে গাছে
খৈ ফল হয়ে ;
ক্লান্তির খামখেয়ালে ।
বাতায়নে অবাক অবহেলা
চিন্তার টপ্পা তালে ।
দেখে সুখ ফাগুনে বাদল, পাল্টানো আস্ফালনে……
ঘন কালো ছায়ার আড়াল্র ।
খৈ ফল > জিলাপি ফল